Sunday, February 16, 2025
Homeরাজ্যপশ্চিম বর্ধমানRoad blockade by CPIM আসানসোল পৌরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে দুর্গাপুরে জাতীয় সড়ক...

Road blockade by CPIM আসানসোল পৌরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ সিপিআইএমের

কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Road blockade by CPIM আসানসোল পৌরসভার নির্বাচনে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে, এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করল সিপিআইএম। এদিন সকাল থেকেই আসানসোল পৌর নির্বাচনে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে। কোথাও ভোটারদের প্রভাবিত করা, বুথ দখল, ছাপ্পা ভোট-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বারংবার সরব হয় বিরোধীরা। এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির সামনে জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম। এই অবরোধের জেরে জাতীয় সড়কের দুই লেনেই সারি সারি গাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে। হঠাৎ করে এই পথ অবরোধে দিশেহারা হয়ে যায় পুলিশও। পুলিশের সাথে ব্যাপক বচসা শুরু হয় বাম কর্মী সমর্থকদের।

‘পৌরসভার নির্বাচনে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে’ Road blockade by CPIM

আরও পড়ুন : Asansol Municipality Election 2022 বিরোধী বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, উত্তেজনা আসানসোলে

আরও পড়ুন : Asansol Municipality Election জামুড়িয়ার শ্রীপুরহাট হাই স্কুলে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা

আরও পড়ুন : Governor Jagdeep Dhankhar বাংলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়ে বিধানসভা ‘সমাপ্ত’ করলেন রাজ্যপাল

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular