কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ইটভাটা মোড়ে। দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পেছন থেকে একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সকালে কুয়াশা ও বৃষ্টির কারণে রাস্তা দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশ মনে করছে।
দাঁড়িয়ে থাকা ডাম্পারকে ধাক্কা ছোট গাড়ির Road Accident at Pandaveswar
আরও পড়ুন : Worship of Tribal Community রসিকবিল বনাঞ্চল সংলগ্নে আদিবাসী সম্প্রদায়ের উনিশ দেবতার পুজো
সূত্রের খবর, বিয়েবাড়ির মারুতি ভ্যানটি সিউড়ি থেকে রূপনারায়ণপুরের দিকে যাচ্ছিল। সেসময়েই দাঁড়িয়ে থাকা ডাম্পারকে পেছন থেকে ধাক্কা মারে মারুতি ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায় নামে দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে মহকুমা হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় গাড়ির চালকেরও।
—–
Published by Subhasish Mandal