সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Road accident in Banarhat ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন ১২ জন। বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক এবং দেবপাড়া চা বাগানের কাছে জাতীয় সড়ক ৩১সি জাতীয় সড়কে ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের মতে, গরু বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বানারহাট থেকে অর্জুনবাড়ি এলাকার দিকে যাওয়ার পথে জঙ্গল থেকে একটি গরু রাস্তার উপর চলে আসে। গাড়ির সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গরুটি রাস্তার অপর পাশে পড়ে যায়। একই সময় লুকসান থেকে ধূপগুড়িগামী একটি ছোট গাড়িতে শ্রমিক বোঝাই গাড়ির সঙ্গে গরুর ধাক্কা লাগে। গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে ১৬ জন ছিল, যার মধ্যে ১২ জন আহত হয়েছেন। Road accident in Banarhat
স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১২ জনের মধ্যে চারজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যায়।
Road accident in Banarhat
————
Published by Subhasish Mandal