Monday, November 25, 2024
Homeরাজ্যRisk of loss in potato cultivation in Hooghly due to dense fog...

Risk of loss in potato cultivation in Hooghly due to dense fog ঘন কুয়াশার দাপট! হুগলিতে ব্যাপকভাবে আলু চাষে ক্ষতির আশঙ্কা

পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রকৃতির রোষানলে পড়ে বারবার মুখ থুবড়ে পড়েছেন চাষিরা। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলির বিস্তীর্ণ অঞ্চল। এই অবস্থায় কপালে চিন্তার ভাঁজ আলুচাষিদের। চারা গাছে ব্যাপক ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছেন হুগলির আলুচাষিরা।

গত বছর নিম্নচাপের জেরে ধান চাষে যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, ঠিক তেমনি আলু চাষেও বড়সড় ক্ষতির সম্মুখীন হতে চলেছেন চাষিরা। চলতি মরসুমে নিম্নচাপের ব্যাপক ক্ষতি কাটিয়ে ধার-দেনা করে আবার নতুন উদ্যমে আলু চাষ শুরু করেছেন চাষিরা। যদিও আলু চাষ প্রায় এক মাসের উপর পিছিয়ে গেছে এই মরসুমে।

ঘন কুয়াশার দাপট! আলু চাষে ক্ষতির আশঙ্কা Risk of loss in potato cultivation in Hooghly due to dense fog

আরও পড়ুন : Corona attacked government hospital in Kalyani কল্যাণীতে সরকারি হাসপাতালে করোনার থাবা, চিকিৎসক-নার্স সহ আক্রান্ত ৩০

এবার আলু চাষেও বাঁধার সৃষ্টি করতে দোসর হয়ে এসেছে কুয়াশা। গতকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে হুগলির বিস্তীর্ণ এলাকা। ফলে আবারও ক্ষতির মুখে আলু চাষিরা। চাষ দেরিতে হওয়ার কারণে সদ্য আলু জমিতে চারা বের হতে শুরু করেছে এই সময়। কুয়াশার ফলে চারা গাছের পাতা নষ্ট হচ্ছে। অন্যদিকে আলু গাছের চারা বৃদ্ধিতে বাধা দিচ্ছে কুয়াশা। চাষিরা আতঙ্কিত কারণ এই ধরনের কুয়াশা যদি আরও বেশ কিছু দিন থাকে তাহলে ব্যাপক ক্ষতি হবে আলু চাষে। বিঘা প্রতি ফলন কমে দাঁড়াবে সিকি ভাগ। আর আলুর ফলন কমলে আগামী দিনে জোগান কমবে আলুর। অন্যদিকে জমিতে বাড়ছে পোকা মাকড়ের আক্রমণ। অর্থাৎ বলা যেতেই পারে বারবার প্রকৃতির রোষানলে পড়ছেন চাষিরা। ধান চাষে ক্ষতির পর আলু চাষেও ব্যাপক ক্ষতি হলে মুখ থুবড়ে পড়বেন চাষিরা।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular