Wednesday, September 11, 2024
HomeবিনোদনRG Kar কাণ্ডের প্রতিবাদে কলকাতায় অনুষ্ঠান পিছিয়ে দিলেন Shreya Ghoshal

RG Kar কাণ্ডের প্রতিবাদে কলকাতায় অনুষ্ঠান পিছিয়ে দিলেন Shreya Ghoshal

আরজি কর-কাণ্ডে (RG Kar) এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার৷ এখনও বিচারের দাবিতে পথে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ৷ মহিলাদের নিরাপত্তা আর কবে সুনিশ্চিত করতে পারবে শাসকদল? এমনই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তারই মাঝে কলকাতায় নিজের অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল৷

কী জানা যাচ্ছে?

শনিবার সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল তাঁর ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টে আরজি করের ঘটনায় প্রতিবাদস্বরূপ নিজের কলকাতার অনুষ্ঠান রিস্কেডিউল করার কথা ঘোষণা করেন৷

আরও পড়ুন : RG Kar Case : ‘দ্রুত বিচারের জন্য যোগী আদিত্যনাথের মতো মানুষের প্রয়োজন’, আরজি কর প্রসঙ্গে মন্তব্য Kangana’র

এই পোস্টে তিনি কলকাতার ঘটনায় (RG Kar) দুঃখপ্রকাশ করেন এবং সেই সঙ্গে জানান এই অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর থেকে পিছিয়ে অক্টোবরে করা হচ্ছে৷

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তা অক্টোবরে হবে৷ সেপ্টেম্বরের টিকিট অক্টোবরেও বৈধ বলে গণ্য হবে, এমনটাই জানা গিয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular