Thursday, September 12, 2024
Homeরাজ্যRG Kar Protest : আরজি কর-কাণ্ডে ধর্মতলায় প্রতিবাদের ঢেউ, উপস্থিত সেলেবরাও

RG Kar Protest : আরজি কর-কাণ্ডে ধর্মতলায় প্রতিবাদের ঢেউ, উপস্থিত সেলেবরাও

বিভিন্ন ইস্যুতে বারবারই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ধর্মতলাতে। আরজি কর-কাণ্ডেও (RG Kar Protest) তিলোত্তমা সাক্ষী থাকল তেমনই এক প্রতিবাদের। তবে এই প্রতিবাদ অন্যান্য ইস্যুগুলির থেকে অনেকটাই আলাদা। এখানে আট থেকে আশি মিলে-মিশে একাকার। বিচারের দাবিতে সরব প্রত্যেকে। তাই তো বারবার প্রতিবাদ মিছিল, ধরনায় সামিল হচ্ছে বঙ্গবাসী।

রবিবার বিকেলে মহামিছিলে সামিল হয় নাগরিক সমাজ। কোনও রাজনৈতিক দল নয়, নিজের তাগিদেই এই মহামিছিলে যোগ দিয়েছিলেন অগণিত মানুষ। আরজি কর-কাণ্ডে (RG Kar Protest) বিচার চাইতে এদিন পায়ে পা মেলালেন সকলে।

আরও পড়ুন : RG Kar কাণ্ডের প্রতিবাদে কলকাতায় অনুষ্ঠান পিছিয়ে দিলেন Shreya Ghoshal

শুধু রবিবার বিকেলই নয়, এই প্রতিবাদে অতিক্রান্ত হল মধ্যরাতও। রাত জেগে বিচারের দাবিতে স্লোগানে মুখর হলেন আমজনতা থেকে শুরু করে সেলেবরাও। জানা গিয়েছে, রাজ্য সরকারের চার দফতর স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ এবং পরিবহণ দফতরে পাঠানো ইমেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন সকলে।

রবিবার রাত যতই বাড়তে থাকে ততই বাড়তে থাকে প্রতিবাদের তীব্রতা। অবস্থানে উপস্থিত ছিলেন স্বস্তিকা, ঊষসী, বিদিপ্তারা। স্লোগান ওঠে, “তিলোত্তমার ভয় নাই। রাজপথ ছাড়ছি না।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular