Saturday, November 23, 2024
Homeরাজ্যRG Kar-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের Polygraph Test কি আজই?

RG Kar-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের Polygraph Test কি আজই?

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল আজ রবিবারে৷ কিন্তু যান্ত্রিক সমস্য়ার কারণে তা স্থগিত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই সিবিআই-এর তরফে আবার RG Kar Medical College and Hospital-এর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা দায়ের হয়েছে৷

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, রবিবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল৷ আরজি কর-কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়৷ কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে এই পরীক্ষা রবিবার স্থগিত হয়ে গিয়েছে৷

আরও পড়ুন : Sandip Ghosh : এবার বেরবে ‘আসল’ তথ্য? সন্দীপ ঘোষের Polygraph Test-এর অনুমতি পেল CBI

এদিকে, শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অন্য পাঁচ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হয়েছে৷ সংবাদ মাধ্যম সূত্রের খবর, সিবিআই-এর আধিকারিক জানিয়েছেন, সন্দীপ ঘোষ, ইন্টার্ন সহ অন্য পাঁচ ডাক্তারের পলিগ্রাফ টেস্ট হয়েছে৷ তবে যান্ত্রিক সমস্যার কারণে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়নি৷ তা কবে হবে শীঘ্রই সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷

আরজি কর-কাণ্ডে তদন্তের স্বার্থে শনিবার প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ এর মধ্যে রয়েছে ১০ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্সও৷

প্রসঙ্গত, হাইকোর্ট সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular