কিঞ্জল নন্দ, আরজি কর-কাণ্ডের সময় থেকে প্রতিবাদী চিকিৎসক হিসেবে তাঁর নাম বহুল চর্চিত। কিন্তু সম্প্রতি এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে৷ প্রশ্ন উঠছে, তাহলে কি আন্দোলন থেকে সরে গেলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ? অভিনয় জগতে নিজের দর বাড়াতেই কি আন্দোলনে ছিলেন তিনি? তাঁর সিনেমার পোস্টার ও বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর এমনই আরও বহু প্রশ্নবাণে বর্তমানে বিদ্ধ হচ্ছেন কিঞ্জল!
কেন চর্চায় কিঞ্জল?
সম্প্রতি কিঞ্জল নন্দের একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার মুখ হিসেবে তাঁকে বিজ্ঞাপনী পোস্টারে দেখা যায়৷ আর সেখান থেকেই যাবতীয় তর্ক-বিতর্কের সূত্রপাত!
আরও পড়ুন: RG Kar Case: ‘ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে ফের ‘বিস্ফোরক’ সঞ্জয় রায়!
তবে এই বিজ্ঞাপন ছাড়াও, আরজি কর আন্দোলনের সময় নিজের ওয়েব সিরিজের প্রচার করেও বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল অভিনেতা-চিকিৎসককে।
কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে আন্দোলনে তাঁর ভূমিকাকে কেন্দ্র করে৷ যে আন্দোলনের শুরু তাঁরা করেছিলেন তাঁরা, যে আন্দোলনে তাঁদের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছিল, সেই আন্দোলনে কি তাহলে মাঝপথেই ইতি টেনেছেন কিঞ্জল?
এই তর্ক-বিতর্কের আবহেই অবশ্য কিঞ্জল সাফ জানান, অভিনয় বা মডেলিং করছেন মানে আন্দোলন থেকে সরে যাননি তিনি৷