সুপ্রিয় বসাক, ইন্ডিয়া নিউজ বাংলা, জলপাইগুড়ি: Rescued Camel give birth in police station পাচার হওয়া আগে ১২টি উট উদ্ধার করেছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। বুধবার উদ্ধার হওয়া একটি উট বাচ্চা দিল। তা নিয়ে হুলুস্থুল জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে। উদ্ধার হওয়া উট গুলি মাঠে রাখা হয়েছে। ওই মাঠেই বাচ্চা দিয়েছে উট।
এদিকে জেলা আদালতের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে সব ক’টি উট দেখভালের দায়িত্ব নিতে হবে। আদালত নির্দেশ দেয় সব উট রাজস্থানে পাঠাতে হবে। নিয়ম মেনে, সেই প্রক্রিয়া চলছিল দাবি জেলা প্রশাসনের এরই মধ্যে একটি উট বাচ্চা দিল এদিন।
Rescued Camel give birth in police station
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, উদ্ধার হওয়া উটগুলোকে পর্যাপ্ত খাবার যেমন দেওয়া হয় না তেমনি দেখাশোনার খামতি হয়েছে। এভাবে চলতে থাকলে উট মারা যেতে পারে। পুলিশ জানায়, চোরাপথে রাজস্থান থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে উট নিয়ে যাওয়ার ছক করে পাচারকারীরা তদন্তে উঠে এসেছে।
১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি উট উদ্ধার হয়। পাচারের কাজে ব্যবহৃত দু’টি ট্রাক বাজেয়াপ্ত করা রয়েছে।
Published by Samyajit Ghosh