সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা, Rescue bombs সাতসকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়া শান্তিপুর থানা এলাকায়। স্থানীয়রা প্রথমে ওই বোমা গুলি দেখতে পান। খবর দেওয়া হয় পুুলিশে। পরে পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে।
তন্তুবায় হাই স্কুল সংলগ্ন মাঠে বোমাটি পড়ে ছিল Rescue bomb
পুরভোটের দু’দিন পরে এলাকায় খোলা মাঠে বোমা পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানার তন্তুবায় হাই স্কুল সংলগ্ন মাঠে বোমাটি পড়ে ছিল। সকালে ফুল তুলতে এসে বোমা দেখতে পান এলাকার বাসিন্দারা। মাঠে বোমা পড়ে রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই হাই স্কুল সংলগ্ন মাঠে ভিড় জমান এলাকার বাসিন্দারা। ২৭ ফেব্রুয়ারি পুরভোটের দিন এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছিল। সেই সময় হয়তো বোমা স্কুল সংলগ্ন মাঠে দুষ্কৃতিরা লুকিয়ে রেখেছিল, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের।
ছোট বাচ্চারা ওই মাঠে খেলা করে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত Rescue bomb
খোলা মাঠে বোমা পড়ে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি অনেক ছোট ছোট বাচ্চারা ওই মাঠে খেলা করে। কোনও ভাবে তারা যদি বল ভেবে বোমা নিয়ে খেলত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন : Train Blockade দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনে রেল অবরোধ
___
Published by Julekha Nasrin