আরজি কর-কাণ্ডে (RG Kar) আজও বিচার পায়নি নির্যাতিতা তরুণী৷ কে বা কারা যুক্ত এই নৃশংস ঘটনার সঙ্গে, আজও তার তদন্ত চলছে৷ সম্প্রতি, কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, সেমিনার হল তো দূরের বিষয়, যে কাঠের পাটাতনের বিছানার উপর তরুণীর দেহ শায়িত ছিল, সেখানেও প্রতিরোধের কোনও চিহ্ন মেলেনি। আর এই অশান্ত আবহের মাঝেই নির্যাতিতার সম্মানে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে ‘অভয়া ক্রসিং’ রাখারা দাবি উঠল!
কী জানা গিয়েছে?
নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের প্রতীকী নাম ‘অভয়া’ রাখা হয়। তাঁকে স্মরণ করেই ‘অভয়া ক্রসিং’ (RG Kar) নাম রাখার দাবি উঠেছে৷ এই দাবি জানিয়েছে ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। বুধবার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেলও করেছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: RG Kar Case-এ নয়া মোড়! কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
বড়দিনের দিন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছে চিকিৎসক সংগঠন। ই-মেইল করে নিজেদের দাবির বিষয়ে জানিয়েছে চিকিৎসক সংগঠন।
উল্লেখ্য, আরজি কর (RG Kar) আন্দোলনে ডোরিনা ক্রসিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এই ডোরিনা ক্রসিংয়েই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ, অনশন-অবস্থান। গত শুক্রবার থেকে ওই একই জায়গায় ফের ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ এবং ‘অভয়া মঞ্চ’-এর সদস্যেরা প্রতিবাদে বসেছেন। ২৬ ডিসেম্বর রাত পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানা গিয়েছে৷