Sunday, November 24, 2024
HomeউৎসবRemembering Swami Vivekananda at Santipur শান্তিপুরে শারীরিকভাবে সক্ষমদের বিবেকানন্দ স্মরণ

Remembering Swami Vivekananda at Santipur শান্তিপুরে শারীরিকভাবে সক্ষমদের বিবেকানন্দ স্মরণ

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : স্বামী বিবেকানন্দের জন্মদিনে নদিয়ার শান্তিপুরে পথে নামল বিশেষভাবে সক্ষমদের সংগঠন ‘প্রতিবন্ধন’। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বামীজির বাণী প্রচারে পথে নামলেন ওই সংগঠনের সদস্যরা। পাশাপাশি মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসেও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘প্রতিবন্ধন’। শান্তিপুর স্টেশন চত্বর থেকে শুরু হয় বিশেষভাবে সক্ষমদের এই যাত্রা।

অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভার মুখ্য প্রশাসকক সুব্রত ঘোষ, সহকারী প্রশাসক শুভজিৎ দে, পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য শাহজাহান শেখ, বাসনা মঠ, পৌর কর্মচারী ইউনিয়নের সনৎ চক্রবর্তী-সহ অনেকেই।

স্বামীজির বাণী প্রচারে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা Remembering Swami Vivekananda at Santipur

আরও পড়ুন : National Youth Day 2022 Theme জাতীয় যুব দিবসের থিম : ‘যুব- নতুন ভারতের উদ্যম’

পৌর প্রশাসক সুব্রত ঘোষ বলেন, ‘বিশেষভাবে সক্ষম দুই শিশু সেজেছে স্বামী বিবেকানন্দ এটা আমাদের কাছে গর্বের। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ছোট করা হয়েছে পৌরসভার যুব উৎসব। ছোট্ট একটি পদযাত্রা এবং শিশুদের ছবি আঁকা এবং ক্যুইজ কনটেস্ট করা হচ্ছে পৌর অতিথি নিবাসে‌।’ ‘প্রতিবন্ধন’ সংগঠনের সভাপতি সুজন দত্ত জানিয়েছেন, ‘স্বামী বিবেকানন্দের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সংগঠনের আজকের এই ছোট্ট উদ্যোগ একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular