কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Refugee land lease Programme আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির পাট্টা বিলি প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যতই রাজনীতি হোক মতুয়াদেরও নিঃশর্ত জমির পাট্টা দেওয়া হবে। উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে হাউজিং কমপ্লেক্স তৈরি করা হবে। তিনি জানালেন, উদ্বাস্তুদের কিছুতেই উচ্ছেদ করা যাবে না। সব উদ্বাস্তুরাই জমি পাবেন। শুধু তাই নয়, চা শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।
গত তিন বছরে ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি Refugee land lease Programme
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান উদ্বাস্তুদের নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে। গত তিন বছরে ২৬১ উদ্বাস্তু কলোনির স্বীকৃতি দেওয়া হয়েছে। যতই রাজনীতি হোক না কেন মতুয়ারাও জমির পাট্টা পাবেন। রাজ্য সরকারের উদ্যোগে মোট ৫২ হাজার উদ্বাস্তু উপকৃত হবেন।
আরও পড়ুন : BJP activist attacked in Durgapur দুর্গাপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
———–
Published by Subhasish Mandal