রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Radium Belts for Street Dogs পথ কুকুরদের দুর্ঘটনা ঠেকাতে রেডিয়াম বেল্ট পরানোর কর্মসূচি গ্রহণ করল গাজোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে গাজোলের কদুবাড়ি বাসস্ট্যান্ড মোড়-সহ বিভিন্ন এলাকায় পথ কুকুরদের গলায় রেডিয়াম বেল্ট লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য, রাতের অন্ধকারে পথ কুকুরদের যানবাহনে চাপা পড়ে অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটে। এমনকী কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় মোটর বাইক চালক থেকে অন্যান্য যানবাহন চালকদের। সেক্ষেত্রে রাতের অন্ধকারে যাতে পথ কুকুরদের দূর থেকে যানবাহন চালকরা দেখতে পান তার জন্যই কুকুরের গলায় রেডিয়াম বেল্ট পরানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরফলে রাতের অন্ধকারে দূর থেকে এক প্রকার আলো ওই সব কুকুরদের গলায় ঝলমল করবে। যার ফলে আগে থেকেই সচেতন হয়ে যেতে পারবেন গাড়ির চালকেরা। এরফলে পথ কুকুরদের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোলের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তপন বিশ্বাস, কোষাধ্যক্ষ রূপম প্রসাদ, সংগঠনের সদস্য প্রীতম সাহা, উজ্জল সাহা-সহ অন্যান্যরা।
রেডিয়াম বেল্ট পথ কুকুরদের Radium Belts for Street Dogs
———–
Published by Subhasish Mandal