Friday, November 22, 2024
Homeরাজ্যPurshura's BJP MLA detained in Chandannagar নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, প্রচার চলাকালীন আটক...

Purshura’s BJP MLA detained in Chandannagar নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, প্রচার চলাকালীন আটক পুরশুড়ার বিধায়ক-সহ বিজেপি কর্মীরা

পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : চন্দননগরে ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার চলাকালীন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ সকলকে আটক করল চন্দনগর থানার পুলিশ। রবিবার ২৬ নম্বর ওয়ার্ডের মালপাড়া কালীতলায় বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করছিলেন বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার, সুরেশ সাউ-সহ বেশকিছু বিজেপি সমর্থক। নির্বাচনী বিধিভঙ্গের আইনে বিজেপির এই প্রচার কর্মসূচিটি বন্ধ করে দেয় পুলিশ। এরপর সকলকে আটক করে চন্দনগর থানায় নিয়ে আসেন ভারপ্রাপ্ত আইসি। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে আটক পুরশুড়ার বিধায়ক-সহ বিজেপি কর্মীরা Purshura’s BJP MLA detained in Chandannagar

আরও পড়ুন : Sanitizing at Gangasagar Mela সুরক্ষাবলয়ে মোড়া গঙ্গাসাগর, কোভিড সতর্কতায় স্যানিটাইজিং কপিল মুনির মেলায়

এ বিষয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘পুলিশ রাজ্য সরকারের দলদাস হয়ে কাজ করছেন। কারণ সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে প্রচার করছেন। কিন্তু বিজেপি যাতে প্রচার করতে না পারে সে জন্য মিথ্যা কেস দিচ্ছে পুলিশ। অন্যদিকে সিপিএম ও তৃণমূল বহু লোক নিয়ে প্রচার করছে, সেক্ষেত্রে পুলিশ কোনও বাধা দিচ্ছে না। শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই বাঁধা দিচ্ছে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত এই ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার, কারণ দিন দিন যেভাবে কোভিড বেড়ে উঠছে, তাতে খুবই উদ্বেগজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সবকিছু স্বাভাবিক হলে তবেই পুনরায় এই ভোট হলে ভালো হত।’

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular