সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : কৃষ্ণনগর ব্লাড ব্যাঙ্কের কর্মী কৌস্তব কুণ্ডুকে গলায় জুতার মালা পরালেন এলাকার মানুষজনেরা। রক্ত কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য দফতর তাঁকে বদলি করেন বগুলা গ্রামীণ হাসপাতালে। আজকে হাসপাতলে কাজে যোগদান করতে গেলে হাসপাতালে বাইরে জুতোর মালা পরিয়ে দেয় মহিলারা এবং তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা।
রক্ত দুর্নীতিতে অভিযুক্ত কৌস্তব কুণ্ডুকে ঘিরে বিক্ষোভ Protests in Nadia against blood corruption
দিন কয়েক আগে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতিতে সরাসরি নাম জড়ায় ব্লাড ব্যাঙ্কের কর্মী কৌস্তব কুণ্ডু-সহ আরও এক কর্মীর। এরপরই গোটা কৃষ্ণনগর জুড়ে নিন্দার ঝড় ওঠে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। গত দুইদিন আগে তাঁদেরকে বগুলা হাসপাতাল এবং নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ যখন অভিযুক্ত কৌস্তভ কুণ্ডু কাজে যোগদান করার জন্য বগুলা হাসপাতালে যায় তখন সেখানকার মহিলারা জুতোর মালা পরিয়ে দেন। পাশাপাশি বগুলা হাসপাতালে কাজে যেন যোগ না দিতে পারে তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজনেরা।
——-
Published by Subhasish Mandal