অনিশা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে এবার পথে নামল নরসুন্দর সমাজ। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে রাজ্যে সব কিছু খোলা থাকলেও সেলুন শিল্পকে কেন বন্ধ করা হল, প্রশ্ন তুলে এদিন ডুয়ার্স কন্যায় ডেপুটেশন দিলেন নাপিত সমাজ। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবার পর কাজ না করার হুমকিও দিলেন ক্ষৌরকর্মীরা।
সব কিছু খোলা থাকলেও কেন শুধু সেলুন বন্ধ! প্রশ্ন তুলে পথে ক্ষৌরকর্মীরা Protests against closure of saloon in Corona situation
বিয়ের আগে সাজগোজ করতে বা শিশু জন্মের অশৌচ ভাঙতে বা কেউ মারা গেলে সবার আগে আপনার যাঁকে প্রয়োজন তিনি নরসুন্দর। রাজ্য সরকারের বিধিনিষেধে সেলুন বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু সমস্ত কিছু খোলা থাকলেও কেন শুধু সেলুন বন্ধ থাকবে, এই প্রশ্ন তুললেন এই সমাজের মানুষরা। তাঁরা জানান কোভিড বিধি মেনে তাঁদেরও ছাড় দেওয়া হোক। এই সব কিছু দাবি জানিয়ে আজ ডুয়ার্স কন্যাতে ডেপুটেশন দিলেন তাঁরা। সাত দিনের মধ্যে যদি সুরাহা না হয় বা তাঁদের ভাতার ব্যবস্থা না করে সরকার তাহলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনে সামিল হবে বলেও হুমকি দিল নরসুন্দর সমাজ।
——-
Published by Subhasish Mandal