শিক্ষিকার বাড়ি ভাঙচুর করল প্রোমোটাররা।
ঝাড়গ্রাম শহরে বৃদ্ধা গৃহ শিক্ষিকার বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় অভিযুক্ত দেবাশীষ গাঙ্গুলি ও আশীষ ঘোষের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। বৃদ্ধা গৃহ শিক্ষিকা গুণ্ডা কাও রাথামের বাড়ি ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ঝাড়গ্রাম থানার পুলিশ দুই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতেরা হলেন, দেবাশীষ গাঙ্গুলি(৬৪) ও আশীষ ঘোষ(৫৮)।
দেবাশীষ গাঙ্গুলির বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে এবং আশীষ ঘোষের বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন।
ধৃত দুই প্রোমোটারকে এদিন ঝাড়গ্রামের সিজেএম বিচারক সুমিত অধিকারীর এজলাসে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন খারিজ করে ধৃত দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।