সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : বনগাঁ শাখার গুমা স্টেশনের কাছে ট্রেন লাইনের পাত পুড়ে বিপত্তি। গভীর রাতে একটি মালগাড়ি যাওয়ার পরই নজরে আসে স্থানীয়দের এবং রেলকর্মীদের। তড়িঘড়ি খবর যায় রেলের উচ্চপদস্থ কর্তাদের কাছে। ট্রেন লাইনের লোহার পাত ক্ষয়ে গিয়ে ১২টি জায়গায় বসে গিয়ে ঢেউ খেলে গেছে। ঘটনার পর ভোর রাত থেকেই জোর কদমে চলছে মেরামতের কাজ। একে একে ক্ষতিগ্রস্ত অংশের লাইন কেটে বাদ দিয়ে নতুন লাইন বসানোর কাজ চলছে। সকাল থেকে ট্রেন চললেও ঘটনাস্থল থেকে খুব ধীরগতিতে ট্রেনগুলি পাস করানো হচ্ছে। স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে সবার নজরে এসেছে। ফাঁকা কোনও জায়গায় এই ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। গুমা ১ নম্বর প্লাটফর্মের ডাউন লাইনে সপ্তাহের দ্বিতীয় দিনে এই ঘটনায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
ট্রেন লাইনের লোহার পাত ক্ষয়ে ১২টি জায়গায় বসে গিয়েছে Problems in train line at Bongaon Section
—–
Published by Subhasish Mandal