Saturday, November 23, 2024
Homeরাজ্যPresidency Student Suicide : কলকাতা পুলিশের আবাসনে কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,১১ তলা...

Presidency Student Suicide : কলকাতা পুলিশের আবাসনে কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,১১ তলা থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের

ইন্ডিয়া নিউজ বাংলা

Presidency Student Suicide

রণিক দত্ত   কলকাতা পুলিশের আবাসনে কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ কর্মীর মেয়ের সঙ্গে প্রেমের জেরেই খুন অভিযোগ মৃতের পরিবারের। ১১ তলার উপর থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের বলেই দাবি প্রত্যক্ষদর্শীর। মৃতের নাম পার্থ সারথি পাল (২২)।

১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে  Presidency Student Suicide

আজ সকাল ১০টা নাগাদ সল্টলেকের এ এফ ব্লকে কলকাতা পুলিশের আবাসনে হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পায় বাসিন্দারা। বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে বাসিন্দারা দেখতে পায় এক অজ্ঞাত পরিচয়ের যুবক বিল্ডিংয়ের বাইরে নীচে পড়ে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি এই যুবকের নাম পার্থ সারথি পাল, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, সল্টলেকের সেন মহাশয় এলাকায় থাকে। আজ  সকালে বিল্ডিংয়ের উপরে উঠে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

কাগজ জেরক্স করতে বেরিয়েছিল এই যুবক Presidency Student Suicide

তবে যুবকের পরিবারের দাবি, আজকে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জব ফেয়ারে যাওয়ার কথা ছিল এই যুবকের। বোনের একটি কাগজ জেরক্স করতে বেরিয়েছিল এই যুবক। সেখান থেকে সে কেন পুলিশ আবাসনের উপরে গেল সেই বিষয়ে প্রশ্ন তুলছে পরিবার। তাদের অভিযোগ পুলিশ আবাসনের এক পুলিশের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই যুবকের। তাকে ১১ তলার উপর থেকে ধাক্কা মেরে ফেলে হত্যা করা হয়েছে বলেই মৃতের পরিবারের দাবি। তবে কি কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মৃত দেহটিকে ময়নাতদন্তে জন্যে আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যুবকের সঙ্গে শেষ কার কথা হয়েছে, কি কারণে সে পুলিশ আবাসনে গিয়েছিল সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তার সোশ্যাল মিডিয়া একাউন্ট খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Presidency Student Suicide

আর ও পড়ুন : Adhir Chowdhury’s reaction about SIT সিট হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালসেশিয়ান কুকুর : অধীর চৌধুরী

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular