তন্ময় দাস, উত্তর ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া। রাজনৈতিক সংঘর্ষে চলল গুলি। নেতাজির মূর্তিতে মালা দিতে এসে ঝামেলায় জড়িয়ে পড়লেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটি ভাটপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। উত্তপ্ত ভাটপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা এবং নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক।
নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়ে ঝামেলা Political clashes in Bhatpara
ঘটনার সূত্রপাত ঘটে সকালেই। বিজেপি সাংসদ অর্জুন সিং নেতাজির মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কর্মীরাও সেখানে উপস্থিত হয়। সেইসময় বিজেপি সাংসদের সঙ্গে বাদানুবাদ শুরু হলে এক তৃণমূলকর্মীকে ধাক্কা দেন অর্জুন সিং। আর তারপরই রণক্ষেত্র হয়ে ওঠে ভাটাপাড়া। নিরাপত্তারক্ষীরা কোনও রকমে উত্তপ্ত তৃণমূলকর্মীদের হাত থেকে বাঁচান অর্জুন সিংকে। ঘটনার খবর পেয়ে দ্রুত চলে আসে বিশাল পুলিশ বাহিনী। এ সময় দেখা যায় বিজেপি সাংসদের এক নিরাপত্তারক্ষী বন্দুক উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তৃণমূলকর্মীদের দিকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখনও থমথমে গোটা ভাটপাড়া এলাকা।
—–
Published by Subhasish Mandal