রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা, Police slapped on duty doctor কর্তব্যরত এক চিকিৎসককে প্রকাশ্য থাপ্পর মারার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। মালদা মেডিকেল কলেজের ঘটনা।এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে মালদা মেডিকাল কলেজ এলাকায়।অবিলম্বে ওই পুলিশকর্মীর শাস্তির দাবিতে আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকরা।
পুলিশকর্মীর শাস্তির দাবিতে আন্দোলন জুনিয়র চিকিৎসকদের Police slapped on duty doctor
স্থানীয় সূত্রে খবর, বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক সৌভিক সাহা। ফোন কল আশায় আউটডোর থেকে মেডিকেল কলেজে রোগী দেখতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় আউটডোরের সামনে মালদা জেলা সংশোধনাগার থেকে আসামিদের শারীরিক পরীক্ষা করাতে নিয়ে আসা পুলিশ কর্মী রাম রায়, কোন কারণ ছাড়াই প্রকাশ্য সৌভিক সাহাকে থাপ্পড় মারে । বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য চিকিৎসকরা। ওই পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনও চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন : Died by an army vehicle সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত ১
___
Published by Julekha Nasrin