রণজিৎ দাস,মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা,Police kind act এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা-মায়ের দ্বায়িত্ব পালন করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে।
বিয়ের প্রতশ্রুতি দিয়ে সহবাস Police kind act
স্থানীয় সূত্রে খবর,দেবী সিং নামে বাবা মা হারানো বছর ২৩ ওই যুুবতীর সঙ্গে মালদার দ্বারভাঙ্গা এলাকার বাসিন্দা শঙ্কর সাহানী (২৫)- দীর্ঘদিনের সম্পর্ক। কুমেদপুর এলাকার মাখনার ফড়িতে একসঙ্গে কাজ করত দেবী এবং শঙ্কর। সেখান থেকেই তাদের পরিচয়। এবং পরে সময়়ের সঙ্গে বাড়ে ঘনিষ্টতা। এরপর ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে সহবাস করে শঙ্কর। বিয়ের কথা বলতেই অস্বীকার করে শঙ্কর। এরপর কুমেদপুর পুলিশের দ্বারস্থ হয় দেবী। এরপর পুলিশের প্রচেষ্টায় রীতিমতো ডিজে বাজিয়ে পিতা-মাতা হীন যুবতীর সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন : হাবরায় শিশু পাচার চক্রের হদিশ,গ্ৰেফতার ৪