অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: প্লাস্টিক বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করে বিভিন্ন কাজে লাগানো হবে। শুক্রবার মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরা হাট দুই গ্রাম পঞ্চায়েতের আম বাড়ি পিকনিক স্পট সংলগ্ন স্থানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শিলান্যাস করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়,তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা,পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান হাসেম আলী সহ অন্যান্যরা।
Plastic Waste Management প্লাস্টিক বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ মাথাভাঙ্গায়
এই প্রকল্প চালু হলে একদিন যেমন প্লাস্টিক মুক্ত হবে মাথাভাঙ্গা শহর অপরদিকে প্লাস্টিক দূষণের মাত্রাও কমবে। প্লাস্টিক দূষণ থেকে পরিবেশ রক্ষা পাবে ।
এক আধিকারিক বক্তব্য রাখতে গিয়ে বলেন বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই প্লাস্টিক পরিষ্কার করে রাস্তায় কাজে ব্যবহার করা হবে।
Published by Samyajit Ghosh