আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন রয়েছে বাংলার ৬ কেন্দ্রে। তার আগে বাংলায় এসে আগামী ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পেট্রাপোলে বিএসএফের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে অনুপ্রবেশ সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন শাহ। তাঁর দাবি, পরিবর্তন হলেই বাংলায় অনুপ্রবেশের সমস্যা মিটবে, শান্তি ফিরে আসবে বাংলায়।
কী বললেন শাহ?
রবিবার অমিত শাহ পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেখানে মৈত্রী দ্বার উদ্বোধন করেন তিনি (Amit Shah)। আর সেখান থেকেই পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, “আজ বাংলার মানুষকে বলে যাচ্ছি, ২০২৬-এ পরিবর্তন করে দিন। অনুপ্রবেশকারীদের পুরোপুরি রুখে তবে ছাড়বে বিজেপি। অনুপ্রবেশ বন্ধ হলেই শান্তি ফিরবে বাংলায়। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের মতো দেশের সঙ্গে সংস্কৃতি, ভাষাগত আদানপ্রদান বাড়বে। পারস্পরিক সহযোগিতার নতুন যুগ শুরু হবে।”
আরও পড়ুন: RG Kar Protest: স্বাস্থ্যসচিবের অপসারণ প্রসঙ্গ উঠতেই নবান্নে বৈঠকের পারদ তুঙ্গে
এদিন, বাংলার উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি। কেন্দ্রের পাঠানো টাকায় বাংলায় দুর্নীতি হয় বলেও অভিযোগ তোলেন শাহ (Amit Shah)৷
অমিত শাহ দাবি করেন যে, ইউপিএ সরকারের থেকে মোদী সরকার বাংলাকে বেশি টাকা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, ‘ইউপিএ আমলের ১০ বছরে কেন্দ্রীয় সরকার বাংলাকে দিয়েছিল ২ লাখ ৯ হাজার কোটি। কিন্তু ২০১৪ থেকে ২০২৪ এই ১০ বছরে মোদী সরকার বাংলাকে দিয়েছে ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকা। সঠিক পথে ওই টাকা খরচ করলে অনেক উন্নয়নের কাজ করা যেত।’