Tuesday, September 17, 2024
Homeরাজ্যনদিয়াPassengers blockade train at Ranaghat অস্বাস্থ্যকর! ট্রেন পাল্টে দেওয়ার দাবি তুলে অবরোধ...

Passengers blockade train at Ranaghat অস্বাস্থ্যকর! ট্রেন পাল্টে দেওয়ার দাবি তুলে অবরোধ রাণাঘাটে

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে পুরো ট্রেন পাল্টে দেওয়ার দাবি তুলে নিত্যযাত্রীদের রেল অবরোধ রাণাঘাটে। অভিযোগ, মুর্শিদাবাদ থেকে আসা এই দূরপাল্লার ট্রেনটি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। ফলে ট্রেনের ভেতরে দুর্গন্ধে ওঠাই দায় হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে যেসকল প্যাসেঞ্জার আসে তারা কেউই কোভিডবিধি মানেন না। পরেন না কোনও মাস্ক। যত্রতত্র থুথু এবং বাথরুমের জল পড়ে পুরো ট্রেন নোংরা হয়ে থাকে।

লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে অস্বাস্থ্যকর পরিবেশ, অবরোধ রাণাঘাটে Passengers blockade train at Ranaghat 

আরও পড়ুন : omicron death দেশে প্রথম ওমিক্রনের বলি ১, আতঙ্ক ও আশঙ্কায় দেশবাসী

জানা যায়, ৭টা ১০-এর যে ট্রেনটি রাণাঘাট ডাউনে আসে সেটি লালগোলা প্যাসেঞ্জার। সেই কারণেই মুর্শিদাবাদ থেকে প্রচুর যাত্রী ওই ট্রেনে করে আসে। রাণাঘাটের যাত্রীদের অভিযোগ, ওই ট্রেনটিতে প্রচণ্ড নোংরা হয়ে থাকার কারণে দুর্গন্ধ বের হয়। যার কারণে ট্রেনে করে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাদের দাবি এই অস্বাস্থ্যকর পরিবেশে যাতায়াত করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই অভিযোগ তুলে গতকাল সকালে একবার ট্রেন অবরোধ করে রেলযাত্রীরা। এরপর স্টেশন মাস্টারের তরফ থেকে আলাদা ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিলে গতকাল অবরোধ উঠে যায়। কিন্তু পুনরায় ওই ট্রেনটি আজ আসতে দেখে আবারও বিক্ষোভে ফেটে পড়ে রাণাঘাটের রেলযাত্রীরা। সকাল ৭টা থেকে রাণাঘাট স্টেশনে শুরু হয় রেল অবরোধ। যার জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদা-লালগোলা, শিয়ালদা- কৃষ্ণনগর, শিয়ালদা-শান্তিপুর শাখার ট্রেন চলাচল। সাত সকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ার কারণে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না লিখিতভাবে ওই ট্রেনটি বদলের কথা জানাচ্ছে রেল দফতরের তরফ থেকে ততক্ষণ এই বিক্ষোভ চলবে।

———-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular