সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Partha Chatterjee at Nadia ‘যাঁরা নির্দলে ভোটে দাঁড়িয়েছেন তাঁদের জেতার কোনও জায়গা নেই। দল তাঁদের কোনওভাবেই সঙ্গে নেবে না।’ নদিয়ার কল্যাণীতে নির্বাচনী প্রচারে এসে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতকাল রাতে তিনি কল্যাণীতে নির্বাচনী প্রচারে আসেন। সেখানেই বাজেট অধিবেশন নিয়ে বলেন, ‘আগামী ৭ মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ মার্চ বাজেট পেশ করার কথা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে মন্ত্রিসভার সুপারিশ মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পাঠিয়েছেন। রাজ্যপালের কাছ থেকে বিধানসভা ডাকার নোটিশ পাওয়ার পর বিধানসভার অধ্যক্ষ বৈঠকে ডাকবেন।’
রাতে কল্যাণীতে একটি পদযাত্রায় অংশ নেন পার্থ চট্টোপাধ্যায়। নির্দল প্রার্থী সম্পর্কে পার্থবাবু জানান, ‘দল থেকে বহিষ্কার হওয়ার পরেও যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তাঁদের জেতার কোনও রাস্তা নেই। সাধারণ মানুষই তাঁদের ভোট দেবে না।’
যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তাঁদের জেতার কোনও রাস্তা নেই Partha Chatterjee at Nadia
Partha Chatterjee at Nadia
আরও পড়ুন : Suvendu Adhikari at Nadia তৃণমূলের গুন্ডা আর পুলিশ আনিসকে খুন করেছে, প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর
———–
Published by Subhasish Mandal