Sunday, November 24, 2024
HomeপরিবেশParrots rescued at Burdwan station পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার ২২৭টি...

Parrots rescued at Burdwan station পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার ২২৭টি টিয়াপাখি, ধৃত ১

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর টিয়াপাখি। সোমবার সকালে ডাউন দানাপুর এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে ২২৭টি টিয়াপাখি উদ্ধার করল রেল পুলিশ। ব্যাগ বন্দি করে পাটনা থেকে বর্ধমান নিয়ে আসা হচ্ছিল টিয়াগুলিকে। রেলপুলিশের সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার টিয়াপাখি। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একবাল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বর্ধমান শহরের আলুডাঙা এলাকায়। উদ্ধার হওয়া ২২৭টি টিয়াপাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দিয়েছে রেলপুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।

পাটনা থেকে বর্ধমান নিয়ে আসা হচ্ছিল টিয়াগুলিকে Parrots rescued at Burdwan station

আরও পড়ুন : Criminal Yasin Daftary arrest মোস্ট ওয়ায়েন্ট অপরাধী ইয়াসিন দপ্তরী গ্রেফতার ফলতায়

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular