কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা: Panchayat training ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর নাম দেওয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস।
Panchayat training
তথ্যপ্রযুক্তি দফতরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে। পঞ্চায়েতে কর সংগ্রহ, জন্ম মৃত্যুর সার্টিফিকেট, ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনার মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কিত তথ্য তৈরি করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।
ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ রাজ্যের
কেন্দ্রীয় সরকারও এ ধরনের প্রকল্পের বিস্তারিত তথ্য সরাসরি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে চাইছে বলে জানা গেছে।
তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে জানা গেছে ২৩টি জেলা পরিষদ, ৩৪২টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ৬০০টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
Published by Samyajit Ghosh