প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : New Mayor of Siliguri Municipality দীর্ঘ বাম জামানার পতন। হেরে গেলেন অশোক ভট্টাচার্য। বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরই সিদ্ধান্ত নিয়েছিলেন আর কোনও নির্বাচনেই তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন না। এরই মাঝে স্ত্রীকে হারিয়েছেন অশোকবাবু। একাকীত্ব কাটাতে এবং রাজনৈতিক নেতৃত্বদের সিদ্ধান্তকে শিরোধার্য করে ফের শিলিগুড়ি পুর-নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে লড়েছিলেন অশোক ভট্টাচার্য। তবে ওয়ার্ডের মানুষেরাই তাঁর হাত ছেড়ে দিলেন। শিলিগুড়ির মানুষের দাবি, বাম জামানায় কোনও উন্নয়ন হয়নি।
একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড দখল তৃণমূলের New Mayor of Siliguri Municipality
এদিকে হেরে গেলেন শিলিগুড়ির বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষও। মানুষের দাবি, বিধায়ক পদে নিযুক্ত হবার পর কোনও কাজই করেনি শঙ্কর ঘোষ। একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড দখল করল তৃণমূল। ‘দিদি’কে উপহার দিলেন শিলিগুড়ি পুরনিগম। বিজয় উল্লাসে মেতেছে তৃণমূল কর্মীরা। চলছে সবুজ আবিরের খেলা। ২০১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জনকে খুঁজে নিলেন শহরবাসী। আর এই ৪৭ জনের মধ্যে ৩৭টি সিটই গিয়েছে তৃণমূলের দখলে। ৫টিতে জয়ী বিজেপি। আর ৪টি আসন পেয়েছে বামফ্রন্ট। কংগ্রেসের কপালে জুটেছে একটিমাত্র আসন।
৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টিই তৃণমূলের দখলে New Mayor of Siliguri Municipality
রাজ্যের শাসকদল তৃণমূল আধিপত্য জমিয়েছে ১, ২, ৩, ৬, ৭, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৬, এবং ৪৭ নং ওয়ার্ডে। ভারতীয় জনতা পার্টি ৪, ৫, ৮, ৯, ১১ নং ওয়ার্ডের দখল নিয়েছে। আর ১৯, ২২, ২৯, ৪৫ নং ওয়ার্ড পেয়েছে বামফ্রন্ট। এদিকে ধুয়ে মুছে গেল কংগ্রেস। শুধুমাত্র একটি আসন গেছে কংগ্রেসের দখলে। ১৬নং ওয়ার্ড থেকে জিতেছেন কংগ্রেসের সুজয় ঘটক।
মেয়র পদে গৌতম দেবের নাম ঘোষণা তৃণমূল সুপ্রিমোর New Mayor of Siliguri Municipality
গণনা শেষে এটাই দাঁড়াল যে, হাইভোল্টেজ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন চলে গেল তৃণমূলের দখলে। ইতিমধ্যেই কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পুরবোর্ডের মেয়র পদে গৌতম দেবের নাম ঘোষণা করে ফেলেছেন। এখন মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষের দাবি, শিলিগুড়ি পুরনিগম উপহার দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আসার পরই মেয়রের গদিতে বসানো হবে গৌতম দেবকে।
একনজরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জয়ী প্রার্থীরা New Mayor of Siliguri Municipality
- তৃণমূল কংগ্রেস – সঞ্জয় পাঠক
- তৃণমূল কংগ্রেস – গার্গী চ্যাটার্জি
- তৃণমূল কংগ্রেস – রামভজন মাহাতো
- বিজেপি – বিবেক সিং
- বিজেপি – অনিতা মাহাতো
- তৃণমূল কংগ্রেস – আলম খান
- তৃণমূল কংগ্রেস – পিন্টু ঘোষ
- বিজেপি – শালিনী ডালমিয়া
- বিজেপি – অমিত জৈন
- তৃণমূল কংগ্রেস – কমল আগরওয়াল
- বিজেপি – মঞ্জুশ্রী পাল
- তৃণমূল কংগ্রেস – বাসুদেব ঘোষ
- তৃণমূল কংগ্রেস – মানিক দে
- তৃণমূল কংগ্রেস – শ্রাবণী দত্ত
- তৃণমূল কংগ্রেস – রঞ্জন সরকার
- কংগ্রেস – সুজয় ঘটক
- তৃণমূল কংগ্রেস – মিলি সিনহা
- তৃণমূল কংগ্রেস – সঞ্জয় শর্মা
- সিপিআই(এম)- মৌসুমী হাজরা
- তৃণমূল কংগ্রেস – অভয়া বোস
- তৃণমূল কংগ্রেস – কুন্তল রায়
- সিপিআই(এম)- দীপ্ত কর্মকার
- তৃণমূল কংগ্রেস – লক্ষ্মী পাল
- তৃণমূল কংগ্রেস – প্রতুল চক্রবর্তী
- তৃণমূল কংগ্রেস – জয়ন্ত সাহা
- তৃণমূল কংগ্রেস – সিক্তা দে বসু রায়
- তৃণমূল কংগ্রেস – প্রশান্ত চক্রবর্তী
- তৃণমূল কংগ্রেস – সম্প্রিতা দাস
- সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী
- তৃণমূল কংগ্রেস – সাথী দাস
- তৃণমূল কংগ্রেস – মৌমিতা মন্ডল (মউ)
- তৃণমূল কংগ্রেস – তাপস চ্যাটার্জি
- তৃণমূল কংগ্রেস – গৌতম দেব
- তৃণমূল কংগ্রেস – বিমান তরফদার
- তৃণমূল কংগ্রেস – সম্পা নন্দী
- তৃণমূল কংগ্রেস – রঞ্জন শীল শর্মা
- তৃণমূল কংগ্রেস – অলোক ভক্ত
- তৃণমূল কংগ্রেস – দুলাল দত্ত
- তৃণমূল কংগ্রেস – পিংকি সাহা
- তৃণমূল কংগ্রেস – রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)
- তৃণমূল কংগ্রেস – শিবিকা মিত্তল
- তৃণমূল কংগ্রেস – শোভা সুব্বা
- তৃণমূল কংগ্রেস – সুখদেব মাহাতো
- তৃণমূল কংগ্রেস – প্রীতিকানা বিশ্বাস
- সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম
- তৃণমূল কংগ্রেস – দিলীপ বর্মণ
- তৃণমূল কংগ্রেস – অমর আনন্দ দাস
New Mayor of Siliguri Municipality
আরও পড়ুন : Ashok Bhattacharya: end of left era পরাজিত হয়ে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য
———–
Published by Subhasish Mandal