কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Nawsad Siddique is getting stronger in politics সমাজসেবা করার দৌলতে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বেশ ভালো প্রভাব ছিল। সেই তিনি প্রথম ফুরফুরার সদস্য হিসেবে গতবছরের বিধানসভা ভোটের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) নামে নতুন রাজনৈতিক দলের জন্ম দেন। এর আগে ফুরফুরার বাকি পীরজাদাদের রাজনৈতিক মহলে প্রভাব থাকলেও তাঁরা কেউ সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেননি। তবে ভোটের আগে দল তৈরি করেই মাস্টার স্ট্রোক দেন আব্বাস। তৃণমূল ও বিজেপি, দুই প্রবল শক্তিকে পরাস্ত করতে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে গড়ে তোলেন তৃতীয় ফ্রন্ট ‘মহাজোট’।
আব্বাস যদিও নির্বাচনে প্রার্থী হননি। তাঁর ভাই ফুরফুরার আরেক পীরজাদা নওশাদ সিদ্দিকি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে লড়াই করেন। আইএসএফের চেয়ারম্যানও হলেন শিক্ষিত, স্বল্পভাষী নওশাদ। বিধানসভা নির্বাচনের রাজ্যজুড়ে দাপটের মাঝেও ভাঙড় হাতছাড়া হয় তৃণমূলের। প্রথমবার নির্বাচনের ময়দানে নেমেই কুড়ি হাজারের বিশাল ব্যবধানে জয়ী হন নওশাদ সিদ্দিকি। তিনি অবশ্য পীরজাদার থেকে ঘরের মানুষ পরিচয়েই বেশি জনপ্রিয়। দাদা আব্বাসের মতো রক্ত গরম করা বক্তৃতার বদলে নওশাদ মার্জিত উচ্চারণ ও যুক্তি দিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। Nawsad Siddique is getting stronger in politics
মহাজোটের একমাত্র বিধায়ক হয়েও তিনি বিকল্প রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করতে সফল হয়েছেন। বিধানসভায় একা হয়েও দুই ক্ষমতাসীন দলের বিপক্ষে দাঁড়িয়ে যেমন মেরুদণ্ড সোজা রেখে বক্তৃতা করেছেন, তেমনই রাজ্যের যেখানে যা দুর্বিপাক ঘটেছে ছুটে গিয়েছেন নওশাদ সিদ্দিকি। বর্ধমানের তুহিনা খাতুন, আমতার আনিস খানদের বাড়িতে ছুটে যাওয়াই হোক বা হত্যাপুরী বগটুইয়ে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো, সর্বত্র নিজের দায়িত্ব পালন করে চলেছেন নওশাদ সিদ্দিকি। হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তাল রাজ্য। সেখানেও হাজির হয়ে যেকোনও প্রয়োজনে ওই দরিদ্র অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন। Nawsad Siddique is getting stronger in politics
রাজনীতি এক মজার জায়গা। সেখানে অনেক লম্ফঝম্পও করেও অনেক সময় মানুষের নজরে পড়া যায় না। আবার অনেক সময় নীরবে নিভৃতে নিজের কাজ করে গেলেও সবাই ঠিক খেয়াল রাখে। নওশাদ সিদ্দিকি এই দ্বিতীয় দলে পড়েন। তাঁর নতুন দল এবং একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সকলের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাঁদের সমস্যা শুনছেন, মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আগামী দিনে তাঁকে রাজনীতির ময়দানে আরও বড় দায়িত্ব নিয়ে কাজ করতে দেখার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। Nawsad Siddique is getting stronger in politics
কটু কথার রাজনীতিতে যখন আক্রান্ত বাংলা সেখানে প্রথমবারের বিধায়ক নওশাদ সিদ্দিকি যে সম্পূর্ণ ব্যতিক্রমী নজির তৈরি করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বরং তাঁর বেশভূষা, চালচলন, আচার-আচরণে ভালোমতোই প্রভাবিত শিক্ষিত সম্প্রদায়।
Nawsad Siddique is getting stronger in politics
আরও পড়ুন: Lorry-bus collision in Murshidabad যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৫
Published by Subhasish Mandal