পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : National Highway blockade at Gangarampur সাড়ে তিন কিলোমিটার খারাপ রাস্তার মধ্যে মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ শুরু! আর তার জেরেই ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গঙ্গারামপুর ব্লকের ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়পুরের বাসিন্দারা।স্থানীয় সূত্রে খবর, জয়পুর মোড় থেকে বিশ্বাসপাড়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা। বিধায়ক, জেলাশাসক, বিডিওকে জানিয়েও সম্পূর্ণ রাস্তার কাজ না হওয়ায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাস্তায় বাঁশ ফেলে হাতে ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, ভোট যায় ভোট আসে নেতারা তাঁদের প্রতিশ্রুতি পূরণ করে না। যার ফলে একটু বৃষ্টিতেই চলার অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। আর ঠিক সেই কারণে এই বিক্ষোভ তাঁদের।
সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা National Highway blockade at Gangarampur
আরও পড়ুন : Leopard Rescue in Cooch Behar ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে এল চিতা, ছাড়া হবে জলদাপাড়ায়
জাতীয় সড়ক অবরোধের পর ছুটে আসেন গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেও কোনও সুরাহা না হওয়ায় অবশেষে ছুটে আসেন মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল। মূলত মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাসেই অবশেষে বিক্ষোভ তোলেন স্থানীয় বাসিন্দারা।
—–
Published by Subhasish Mandal