ইন্ডিয়া নিউজ বাংলা,
Abhidip is stuck on the Hungarian border in Ukraine
সুরজিত দাশ, নদিয়া :ইউক্রেনের কিভে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদীয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া ছাত্র অভিদীপ দত্ত। বর্তমানে সে ইউক্রেন হাঙ্গেরি বর্ডারে আটকে রয়েছে ।গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে রানাঘাটে তার বাড়িতে দিন কাটাচ্ছেন অভিদীপের বাবা ও মা। জানা যায় 2018 সালে অভিদীপ ইউক্রেনের ডাক্তারি পড়তে যায়।বর্তমানে অভিদীপ ইউক্রেনের কিভে বোগোমোলোটস (Bogomolets)ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র ।
অভিদীপ নিজে ভারতীয় জাতীয় পতাকা তৈরি করে বেরিয়ে আসে Abhidip is stuck on the Hungarian border in Ukraine
গত ২৪ শে ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর ইউক্রেনের কিভে অভিদীপের মতো দিশেহারা হয়ে পড়ে হাজার হাজার ভারতীয় পড়ুয়া।অভিযোগ এই সময় ভারতীয় দূতাবাস থেকে দায়সারা পরামর্শ ছাড়া আর কোন সাহায্যই মেলেনি।এইরকম পরিস্থিতিতে অভিদীপ নিজে ভারতীয় জাতীয় পতাকা তৈরি করে,সেই তেরঙ্গা ঝান্ডাকে সঙ্গী করে বেরিয়ে আসে । দীর্ঘ ট্রেন যাত্রার পর সে পৌঁছায় পশ্চিম ইউক্রেনের লাভিভে।সেখান থেকে অভিদীপ জীবনের ঝুঁকি নিয়ে গতকাল পৌঁছায় ইউক্রেন-হাঙ্গেরী বর্ডারে।ভারতীয় দূতাবাস সূত্রে খবর আগামী দু একদিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের সাহায্যে অভিদীপরা ফিরবে দিল্লিতে। কিন্তু যতক্ষণ না বাড়ির ছেলে বাড়িতে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে বাবা তপন দত্ত এবং মা শর্মিষ্ঠা দত্ত। তবে ইউক্রেনের অবস্থা ভালো হলে আবার ছেলেকে সেই দেশেই ডাক্তারি পড়তে পাঠাবেন বলে মনস্থির করেছেন তার মা শর্মিষ্ঠা দত্ত।
Abhidip is stuck on the Hungarian border in Ukraine
Publish by Monirul Hossain