মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ২৫০০ কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ২৫ বছর বয়সী যুবক মহিতোষ ঘোষের। নমস্কার আমি বর্ষা, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা। মধ্যবিত্ত পরিবারের কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা অনেকের কাছেই অসম্ভব একটা বিষয়। সেই অসম্ভবকেই সম্ভব করার পথে নেমেছেন শান্তিপুর ফুলিয়ার মহিতোষ ঘোষ। তাঁর প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীদের থেকে আর্থিক সাহায্য নিয়ে রামমন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিলেন মহিতোষ। রওনা হওয়ার আগে মহিতোষ কী বললেন শুনুন-
আরও পড়ুন : Robot : কৃষ্ণনগরে ‘রোবো অনন্যা’র টানে রেস্তোরাঁয় ভিড় ভোজনরসিকদের!
প্রায় ৪৮ দিনের পথে তাঁর সঙ্গে তিন সহযোগী। প্রয়োজনীয় জিনিসপত্র সাইকেলে করে তাঁরাই বহন করবেন। ভবিষ্যতে আরও দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার লক্ষ্য রয়েছে তাঁর। মহিতোষের মা লক্ষ্মী ঘোষ কী বললেন শুনুন-
মহিতোষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই একের পর এক সাফল্য অর্জন করেন তিনি। এখন শুধু রাজ্য নয় ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়েই লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন মহিতোষ ঘোষ। তাঁর এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার, আত্মীয় এবং শুভানুধ্যায়ীরা