Mysterious death of Doctor in tea garden চাবাগানের ডাক্তারের রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্য
সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: ডুয়ার্সের চাবাগানে কর্তব্যরত এক ডাক্তারের মৃত্যু ঘটলো রহস্যজনক ভাবে। এতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই চাবাগানে। তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চা বাগানে। মৃত ডাক্তারের নাম সুব্রত কুমার কর (৫০)। বাড়ি কোচবিহার জেলায়। মৃত ডাক্তার গত ২১ জানুয়ারি ওই চাবাগানের চাকুরিতে যোগ দিয়েছিলেন।
চাবাগানের ম্যানেজার রজত দেব জানান, উনি গত ৫ দিন আগে এই চাবাগানে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাত ১১ টা নাগাদ আমাদের কারখানার সিকিউরিটি গার্ড ওনাকে কারখানা গেটের সামনে দেখেছেন। তারপর উনি বাড়ি ফিরে যান। একাই থাকতেন। আজ সকালে দেখা যায় ওনার কোয়ার্টারের দরজা খোলা উনি নেই। এরপর খোজ শুরু হয়। হঠাৎ শ্রমিকরা খবর দেয় চাবাগানের এক ঝোড়ার ধারে ওনার দেহ পড়ে আছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের দুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও এনিয়ে জলপাইগুড়ি গেছে। কিভাবে এবং কেন এই ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
মেটেলি থানা সুত্রে জানাগেছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত শুরু হয়েছে।