Saturday, November 9, 2024
Homeরাজ্যকোচবিহারMunicipality Vote at Cooch Behar কোচবিহারে ৬টি পুরসভার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা...

Municipality Vote at Cooch Behar কোচবিহারে ৬টি পুরসভার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Municipality Vote at Cooch Behar বৃহস্পতিবার রাজ্যে ১০৮টি পুরসভার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আর এরপরই কোচবিহারের ৬টি পুরসভার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এদিন সিপিআই(এম) কোচবিহার জেলা সদর দফতরে বামফ্রন্ট নেতাদের পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়।

কোচবিহার পৌরসভার ২০টি আসনের মধ্যে ১৩টি, মাথাভাঙা পৌরসভার ১২টি আসনের মধ্যে ১১টি, দিনহাটা পৌরসভার ১৬টি আসনের মধ্যে ৭টি, মেখলিগঞ্জ পৌরসভার ৯টি আসনের মধ্যে ২টি, তুফানগঞ্জ পৌরসভার ১২টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন অনন্ত রায়। শুধুমাত্র হলদিবাড়ি পৌরসভার ১১টি আসনের মধ্যে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি। এদিন তিনি বলেন, দ্রুততার সাথে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। চলতি মাসের ৭ এবং ৮ তারিখ বামফ্রন্ট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র পেশ করবেন বলে এদিন জানান অনন্ত রায়। কোচবিহার শহরের ক্ষেত্রে ৮, ৯, ১১ এবং ২০ নং ওয়ার্ডে কোনও প্রার্থী না দিয়ে তা কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে বলে জানান অনন্তবাবু।

প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় Municipality Vote at Cooch Behar

আরও পড়ুন : Three miscreants arrested ঢোলাহাট থানার বড় সাফল্য, ডাকাতির আগেই গ্রেফতার তিন ডাকাত

অনন্ত রায় অারও বলেন, এই পৌর নির্বাচনের মূল লক্ষ্য ঐক্যবদ্ধভাবে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা। রাজ্য প্রশাসন নির্বাচন কমিশন দাসে পরিণত না হয়ে যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবার পথে হাঁটে, তাহলে তৃণমূল কিংবা বিজেপিকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কারণ তৃণমূলের লুট, দুর্নীতি, স্বজনপোষণে বীতশ্রদ্ধ মানুষ। এদের প্রতি মোহ ভেঙেছে সাধারণ মানুষের।

তৃণমূলের লুট, দুর্নীতি, স্বজনপোষণে বীতশ্রদ্ধ মানুষ Municipality Vote at Cooch Behar

আরও পড়ুন : Police kind act অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা-মায়ের ভূমিকা পালন করল পুলিশ

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহের প্রকাশ্য দ্বন্দ্ব নিয়েও মুখ খুলতে দেখা যায় কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ককে। তাঁদের অসংলগ্ন বাক্যবিনিময়ের এদিন নিন্দা করেন অনন্ত রায়। সম্প্রতি তৃণমূল কোচবিহার জেলা চেয়ারম্যান তথা দিনহাটার তৃণমূল বিধায়ক এক দলীয় সভায় হুমকি দেন “যারা দুয়ারে সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন, তারা তৃণমূলকে ভোট না দিলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে”। তার এই হুমকিকে এদিন তীব্র ভাষায় নিন্দা করে অনন্ত রায় বলেন, এভাবেই স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছেন বিধায়ক। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনওভাবেই তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন। লুট, দুর্নীতির সাথে যুক্ত, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং এর পাশাপাশি মানুষের কাছে পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার পরিচয় দেওয়া স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে মানুষ প্রস্তুত। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা, শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিতকরণ, বেকারি দূরীকরণ এবং সুষ্ঠু পৌর পরিষেবার স্বার্থে মানুষ বামফ্রন্ট তথা ধর্মনিরপেক্ষ শক্তির পাশেই থাকবেন এবং পূর্বে পৌরসভাগুলিতে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল বামফ্রন্ট, মানুষকে সাথে নিয়েই এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতেই শহরের নাগরিকরা এবার বামপন্থীদের বিপুল ভোটে জয়ী করবেন।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular