Municipal polls ৪ পুরসভার সব বুথই স্পর্শকাতর, মোতায়েন ৯ হাজার পুলিশ
কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: আগামী শনিবার রাজ্যের চার পুরসভার ভোটের প্রচার শেষ হবে বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। আগামী শনিবার ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সাইলেন্স পিরিয়ড বলবৎ থাকবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে কোন ধরনের প্রচার করা যাবেনা। ফলে প্রচারের শেষ লগ্নে যুযুধান সব রাজনৈতিক দলের প্রার্থীদেরই দেখা গিয়েছে প্রচারের ময়দানে গা ঘামাতে।
আগামী শনিবার বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরসভার ভোট
৪ পুরসভার ২১৭ টি ওয়ার্ডের ২ হাজার ১৩৮ টি বুথই স্পর্শকাতর
আগামী শনিবার বিধাননগর,আসানসোল,চন্দননগর ও শিলিগুড়ি পুরসভার ভোট। এই ৪ পুরসভার ২১৭ টি ওয়ার্ডের ২হাজার১৩৮ টি মোট বুথকেই স্পর্শ কাতর বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।
সেদিকে তাকিয়ে ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চার পুরসভার ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। শুধু সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭।
Municipal polls
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবে।
চার পুরসভার সব বুথই স্পর্শ কাতর কমিশনের চোখে। তাই নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন।
Published by Samyajit Ghosh