Tuesday, September 17, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাMunicipal Elections 2022 : ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থীকে...

Municipal Elections 2022 : ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ

ইন্ডিয়া নিউজ বাংলা

Municipal Elections 2022

উষ্ণীষ ঘোষ, বারাসত : ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থী কে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ পেয়ে এলাকায় এসে তদন্ত করে দেখেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ।

বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই বিজেপি প্রার্থীর স্ত্রী ইভিএম ভাঙচুর করে বলে এলাকার মানুষের বড় অংশের অভিযোগ। তাদের দাবি সকাল-সকাল ভোট শুরু হয়েছিল নির্বিঘ্নে। সকলেই ভোটদান করছিল ওই সময় হঠাৎ একদল লোক এসে ভোট কেন্দ্রে ঢুকে ধাক্কাধাক্কি শুরু করে। এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় বলে অভিযোগ। এরপর কিছু মহিলা বুথের মধ্যে ঢুকে গিয়ে  আছড়ে ভেঙে ফেলে ইভিএম মেশিন। এই খবর পেয়ে পুলিশ এসে ওই মহিলার স্বামী বিজেপি প্রার্থী কে গ্রেফতার করে। বিজেপির দাবি তাদের অন্যায় ভাবে ফাঁসানো হচ্ছে ।তৃণমূলের দাবি  নির্বাচন হতে না দেওয়ার জন্যই পরিকল্পিত হামলা চালিয়ে বিজেপি  ইভিএম ভেঙেছে।

Municipal Elections 2022

আর ও পড়ুন  Municipal Elections 2022 : শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular