Wednesday, November 6, 2024
Homeরাজ্যনদিয়াMP Jagannath Sarkar will watch 'The Kashmir Files' সক্রিয় কর্মীদের নিয়ে 'দ্য...

MP Jagannath Sarkar will watch ‘The Kashmir Files’ সক্রিয় কর্মীদের নিয়ে ‘দ্য কাশ্মীর ফাইল’ দেখতে যাচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : MP Jagannath Sarkar will watch ‘The Kashmir Files’ পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী ‘দ্য কাশ্মীর ফাইল’ সিনেমা না দেখার জন্য আহ্বান করেছেন। তবুও মানুষ সিনেমাটি দেখছে এটি তাঁদের কাছে বিপদের সংকেত। ‘দ্য কাশ্মীর ফাইল’ নিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আজ দলীয় ৫৪ জন সক্রিয় কর্মীদের নিয়ে সিনেমাটি দেখতে যাবেন তিনি। মূলত ১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ইতিমধ্যেই সিনেমার পরিচালককে বিভিন্ন দিক থেকে হুমকির কারণে নিরাপত্তা প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

শনিবার ৫৪ জন সক্রিয় কর্মীদের নিয়ে ‘দ্য কাশ্মীর ফাইল’ সিনেমা দেখতে যাওয়ার আগে রাজ্য সরকারকে আক্রমণ করে সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘পরিকল্পিতভাবে সিনেমাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শাসকদল। মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে সিনেমাটি না দেখার জন্য আহবান করেছেন। তবুও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সিনেমাটি দেখছেন। এতেই তিনি বিপদ সংকেত দেখছেন। তিনি দলের কর্মীদের কাজে লাগিয়ে সিনেমা হলের মালিকদের হুমকি দিচ্ছেন যাতে টিকিট না বিক্রি হয়। কিন্তু আমি বলব এটা কোনও কাহিনি নয়। বাস্তবে যা ঘটেছিল কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে সেটাই তুলে ধরা হয়েছে এবং এই বিষয়টি মানুষের দেখার প্রয়োজন আছে। তাই সবাইকে অনুরোধ করব যাতে এই সিনেমাটি সকলে দেখেন।’

MP Jagannath Sarkar will watch ‘The Kashmir Files’

আরও পড়ুন : The Kashmir Files record অসমের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দিলেন, অমিতাভের টুইটে বিতর্ক

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular