রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Mothabari Roof Garden নিজের বাড়ির ছাদে শতাধিক ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন মালদা মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকার কাশিমবাজারের সেন্টু খান। শীতের বিভিন্ন মরসুমি ফুলের চাষ করে গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছেন তিনি! শুধু ফুল নয়– ফুল, ফল ও সবজি চাষে নিজের বাড়ির ছাদে অভাবনীয় সাফল্য সেন্টু খানের।
কী নেই সেন্টুর ছাদবাগানে! Mothabari Roof Garden
ছোট্ট থেকেই ফুল, ফল ও বিভিন্ন গাছ লাগানোর নেশা সেন্টুর। তাঁর বাগানে কী নেই! আপেল, কমলা, চেরি, জামরুল, কুল, নাশপাতি, সাপাটু, আতা থেকে বিভিন্ন ধরনের ফলের সমাহার তাঁর ছাদে। পাশাপাশি গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলও শোভা পাচ্ছে সেন্টুর বাড়ির ছাদে। সেন্টু খান জানান, ‘ছোটবেলা থেকে আমার ফুল ও ফলের গাছ লাগানোর শখ। এ বছর সবচেয়ে বেশি গাছ লাগিয়েছি। আমার বাড়ির ছাদে শতাধিক রকমের ফল ও ফুল রয়েছে। রয়েছে বহু দুষ্প্রাপ্য ফুল ও ফলের গাছ।’
হর্টিকালচার থেকে সাহায্য পেলে বাণিজ্যিক ভিত্তিতে রোজগারের চিন্তাভাবনা Mothabari Roof Garden
সেন্টুর এই ফুলের বাগান দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোক ছুটে আসছে তাঁর বাড়িতে। ‘ফুল ও গাছ পাগল’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে উৎসাহ পায় সেন্টু। আর এই গ্রুপে রয়েছেন জেলা তথা রাজ্যের বিভিন্ন ফুলপ্রেমী মানুষজন। সেই গ্রুপে ফুলের ছবি পোস্ট করে সেন্টু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে গেছেন। সেন্টুর ইচ্ছা, হর্টিকালচার থেকে সাহায্য পেলে বাণিজ্যিক ভিত্তিতে রোজগারের একটি জায়গা তৈরি করতে পারবে সে। মূলত সমাজকে জঞ্জালমুক্ত করে সৌন্দর্যময় করার উদ্দেশ্য ও বার্তা দিতেই তিনি তাঁর এই ফুল ও ফলের বাগান সাজিয়েছেন।
—–
Published by Subhasish Mandal