অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : রায়ডাক-১ নদীর ভাঙন পরিদর্শন করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। আলিপুরদুয়ারের মহাকালগুড়ি অঞ্চলের পুর্ব চেপানি গ্রামের ১০/২৮১ বুথের পঞ্চায়েত থেকে কিছু দিন আগে বিধায়ককে এলাকার নদী ভাঙনের কথা জানানো হয়। সেইমতো গতকাল অর্থাৎ বুধবার নদীর ভাঙন পরিদর্শনে এলেন বিধায়ক।
রায়ডাকের গ্রাসে কৃষিজমি! নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক
আরও পড়ুন : No crowd at Gangasagar Mela বিশেষ নিবন্ধ : জৌলসহীন গঙ্গাসাগর! ভিড় না হওয়ায় মন খারাপ সাধুদের
রায়ডাক-১ নদীর ভাঙনের ফলে বহু কৃষিজমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এখনই যদি ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয় তবে বিলুপ্তির পথে যেতে বাধ্য হবে গ্রামের কৃষিজমি। এলাকা পরিদর্শনে এসে গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন বিধায়ক মনোজ কুমার ওঁরাও। সমস্ত ঘটনা শোনার পর এবং এলাকা পরিদর্শনের পর বিধায়ক গ্রামবাসীদের আশ্বাস দেন যে সমগ্র বিষয়টি জানিয়ে সেচ ও জলপথ মন্ত্রীকে চিঠি করবেন। পাশাপাশি বিষয়টি দ্রুত বিধানসভায় উত্থাপন করবেন।
——-
Published by Subhasish Mandal