সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Missing housewife and child in Nadia পুত্র সন্তানকে সাথে নিয়ে বাপেরবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ গৃহবধূ-সহ সন্তান। প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন নিখোঁজ গৃহবধূর মা। শান্তিপুর হাটখোলা পাড়ার বাসিন্দা শিখা প্রামানিক তাঁর একমাত্র মেয়ের বিয়ে দেন নদিয়ার রানাঘাটে। চলতি মাসের প্রথমদিকে ওই গৃহবধূ সুচিস্মিতা সাহা তাঁর বাপেরবাড়িতে বেড়াতে আসে পুত্র সন্তানকে নিয়ে। গত ১৬ জানুয়ারিতে রানাঘাটে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার কথা ছিল সুচিস্মিতার। সেইমতো মা শিখা প্রামানিক রান্নাও করছিলেন মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে বলে। হঠাৎই মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে দুই-একটি জায়গায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় পুত্র সন্তানকে সাথে নিয়ে। সন্ধে নামলেও মেয়ে সুচিস্মিতা নাতিকে নিয়ে বাড়িতে না আসলে চিন্তার ভাঁজ পড়ে যায় মায়ের কপালে।
একমাত্র মেয়ে ও নাতির খোঁজে প্রশাসনের দরজায় ঘুরছেন মা Missing housewife and child in Nadia
আরও পড়ুন : Fire in Cooch Behar মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত দুই বৃদ্ধা
রাত কাটিয়ে কোনওরকম দিনের আলো ফুটতেই মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ জানায় শান্তিপুর থানায়। যদিও পুলিশ ২৪ ঘণ্টা না গেলে কোনও রকম নিখোঁজের ডায়েরি নেয় না বলে স্পষ্ট জানিয়ে দেয়। ১৮ জানুয়ারিতে সুচিস্মিতা সাহার মা আবারও শান্তিপুর থানায় গিয়ে একটি অভিযোগ করেন। গত ১৬ তারিখে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত খোঁজ নেই সুচিস্মিতা ও তাঁর সন্তানের। দীর্ঘ ১৩ দিন কেটে গেলেও এখনও নিখোঁজ সুচিস্মিতা। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মা শিখা প্রামানিক। মেয়েকে খুঁজে পাওয়ার আশায় আজ আবারও শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন মা। পুলিশের কাছে আবেদন করেন তাঁর মেয়েকে খোঁজার জন্য তদন্ত শুরু করতে। একমাত্র মেয়ে এবং নাতিকে ছাড়া চোখের পাতা এক করতে পারছে না গৃহবধূর মা শিখা প্রামানিক।
—–
Published by Subhasish Mandal