সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Mischief attack on councilor আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলারের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অস্ত্র-সহ আটক তিন যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণ কালীতলা মোড় এলাকায়।
জানা যায়, রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কাউন্সিলার গোষ্ঠ ভট্টাচার্যের উপর অতর্কিতভাবে হামলা করে কয়েকজন যুবক। জনপ্রতিনিধিকে বাঁচাতে গিয়ে সাময়িকভাবে ধস্তাধস্তি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। সেই সময় গোষ্ঠবাবুর সঙ্গী-সাথীরা তিনজন যুবককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায় এলাকা ছেড়ে। এরপর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি বাইক-সহ তিন যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। অভিযোগ তারা প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী । Mischief attack on councilor
কাউন্সিলার গোষ্ঠ ভট্টাচার্য বলেন, ‘এই প্রথম নয়, ২০১৯ সাল থেকেই আমার ওপর আক্রমণ চালানোর একটা চক্রান্ত চলছে। এর আগেও একাধিকবার সন্দেহজনক ভাবে অনেককে আটক করা হয়েছিল। আজ সন্ধেবেলা থেকেই এই ছয় অভিযুক্ত ঘোরাঘুরি করছিল। সেই কারণেই তাদের দিকে সন্দেহ হওয়ায় পৌরসভার কর্মীরা আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসছিল। তারা না থাকলে হয়তো জীবনে বাঁচতাম না।’ Mischief attack on councilor
এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Mischief attack on councilor
আরও পড়ুন: Hanskhali Rape: হাঁসখালি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত রঞ্জিৎ মল্লিককে আদালতে পাঠাল সিবিআই
Published by Subhasish Mandal