শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার এক নাবালিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অগস্টে জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগর এলাকার ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় উওরপ্রদেশের মুজফফরনগরের এক যুবকের। সেই আলাপ থেকে তৈরি হয় প্রেম-ভালবাসা। সেই টানেই গত বছরের ১০ সেপ্টেম্বর ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানায় নিখোঁজের ডায়েরি করেন ওই নাবালিকার বাবা।
উত্তরপ্রদেশ থেকে নাবালিকা উদ্ধার Minors rescued from Uttar Pradesh
আরও পড়ুন : Truck-lorry collision in Jalpaiguri ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ জলপাইগুড়িতে
জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ওই নাবালিকার ফোনের লোকেশানের সূত্র ধরে উত্তরপ্রদেশের মুজফফরনগর এলাকার সন্ধান পান। কালবিলম্ব না করে জয়নগর থানার পুলিশ উওরপ্রদেশের পুলিশের সাহায্য নিয়ে নাবালিকাকে উদ্ধার করে শনিবার রাতে জয়নগর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেল, নাবালিকাকে ভুল বুঝিয়ে বিবাহ করেছিল ওই যুবক। কিন্তু নাবালিকাকে পাচার করা হত কিনা ও আর কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
—–
Published by Subhasish Mandal