সৌমেন্দু দে, বীরভূম, ইন্ডিয়া নিউজ বাংলা : বীরভূমে জেলা বিজেপিতে ভাঙন। জেলা তৃণমূল ভবনে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সামাদ-সহ অন্যান্যরা। এদিন বিজেপির জেলা সভাপতি ও একমাত্র বিধায়কের ওপর ক্ষোভ প্রকাশ করেই দল ছাড়লেন বিজেপির এই সংখ্যালঘু নেতা। তৃণমূল কংগ্রেসের যোগদানের পর সদ্য প্রাক্তন বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতা শেখ সামাদ জানান, ‘বিজেপির অন্দরমহলে সংখ্যালঘু নেতাদেরকে অত্যন্ত ছোট চোখে দেখা হয়। তাঁদের কোনও কাজকে গুরুত্ব দেওয়া হয় না। ধর্মের রাজনীতি, ব্যক্তি কুৎসা ছাড়া বিজেপি অন্য কোনও কাজ জানে না। তাই এরকম দলে থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না বলেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান সিদ্ধান্ত নিলাম।’
তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি Minority leader leaves BJP in Birbhum
যদিও বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘শেখ সামাদকে যথেষ্টই গুরুত্ব দিয়েছিল দল। তাঁকে বীরভূম জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছিল। আসলে শেখ সময় বিজেপি নিয়মনিষ্ঠার সাথে একাত্ম হতে পারিনি। তাই তিনি বিজেপি ছেড়েছেন। তবে উনি চলে যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না। বিজেপি যেমন ভবিষ্যতে তেমনি সংগঠিতভাবে মানুষের জন্য কাজ করবে।’
—–
Published by Subhasish Mandal