আর জি কর-কাণ্ডের মধ্যেই ৯ বছরের এক ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল জয়নগর৷ নাবালিকার পরিবার ও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা স্থানীয় মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালায় বলে জানা যায়৷ পুলিশের দু’টি বাইকও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে৷
তোলপাড় বাংলা
ন’বছরের এক পড়ুয়াকে ধর্ষণ-খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিনভর অগ্নিগর্ভ ছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। এরপর শনিবার সকাল থেকেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিবার ও গ্রামবাসীদের দাবি, পুলিশ সময় থাকতে সক্রিয় হলে নাবালিকার এই পরিণতি হত না। পুলিশ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে৷
আরও পড়ুন: RG Kar News: ‘আমার খুব খারাপ লেগেছে’, মমতার কথায় কষ্ট পেলেন তিলোত্তমার মা
ইতিমধ্যেই, জয়নগরের ঘটনায় মোস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক নিজের অপরাধ স্বীকার করেছে বলে দাবি করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। তিনি জানান, গ্রেফতার মোস্তাকিন সর্দার (১৯) নিজের অপরাধ স্বীকার করেছে৷
এদিকে, মৃতার ময়নাতদন্ত নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। নাবালিকার পরিবারের দাবি, মৃতার ময়নাতদন্তে কোনওভাবে রাজ্য সরকারি হাসপাতাল, রাজ্য পুলিশের অধীনে করা হবে না। এক্ষেত্রে তাঁরা কোনও কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন৷