অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Migratory Birds in Rasikbill Lake সুদূর ইউরোপে মূলত যাদের বিচরণ, সেই গার্গানি হাঁসের সন্ধান মিলল উত্তরবঙ্গে। প্রায় ১৮ বছর বাদে গার্গানি হাঁসের দেখা মিলেছে কোচবিহারের রসিকবিলের জলাশয়ে। রসিকবিলে বৈকাল টিলের দেখাও মেলে। মূলত সাইবেরিয়ায় বৈকাল হ্রদে এই পাখি দেখা। পরিবেশপ্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে রসিকবিল পাখিশুমারি করা হয়। ওই শুমারিতেই সেখানকার জলাশয় একটি গার্গানি হাঁসের দেখা পান গণনায় যুক্ত দলের সদস্যরা। ওই সংস্থা সূত্রে জানা যায় ২০০৩-০৪ সাল নাগাদ শেষবার রসিকবিল জলাশয়ে গার্গানি হাঁসের সন্ধান মিলেছিল। উত্তরবঙ্গের গাজলডোবা, নারাঘলির মতো অন্য জলাশয়গুলিতেও দীর্ঘদিন গার্গানি হাঁসের দেখা পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে পরিবেশপ্রেমীদের একাংশ চর্চাতেও ছিল। আর রসিকবিলে গার্গানি হাঁসের সন্ধানে উচ্ছ্বসিত শুমারিতে যুক্ত দলের সদস্যরা।
৪০টি প্রজাতির পরিযায়ী পাখির সন্ধান মিলেছে রসিকবিলে Migratory birds in Rasikbill Lake
আরও পড়ুন : Snowfall in Darjeeling রেকর্ড তুষারপাত দার্জিলিঙে, ২০ বছর পর বরফের চাদরে ঢাকল ঘুম
পরিবেশপ্রেমীদের একাংশ জানান মূলত ইউরোপের জলাশয় গার্গানি প্রজাতির হাঁসের বিচরণভূমি। হিমালয় পেরিয়ে ওই প্রজাতির পরিযায়ী পাখি এদেশে ঢোকে বলে অনুমান। একসময় উত্তরের একাধিক জলাশয়ে এই পাখি শীতের মরসুমে দেখা যেত। শুমারি উদ্যোক্তাদের তরফে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেষ বসু বলেন, প্রায় ১৮ বছর বাদে গার্গানি হাঁসের দেখা মিলল উত্তরবঙ্গের রসিকবিল জলাশয়ে। নেফ সূত্রে জানা গিয়েছে, এ বছরের শুমারিতে প্রাথমিক হিসেবে ৪০টি প্রজাতির পরিযায়ী পাখির সন্ধান মিলেছে। এরমধ্যে ইউরেশিয়ান ওয়াইজিন রেড ক্রিসেন্ট, প্রচার্ড, প্যাডওয়াল, লেসার হুইসলিং, নর্দান ল্যাব উইন উল্লেখযোগ্য। সামগ্রিক ভাবে পাখির সংখ্যা সাড়ে ছয় হাজারের বেশি বলে হিসাব করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
———–
Published by Subhasish Mandal