Sunday, November 24, 2024
HomeপরিবেশMigratory birds in East Burdwan ভাতারের দিঘিতে পরিযায়ী পাখিদের ভিড়

Migratory birds in East Burdwan ভাতারের দিঘিতে পরিযায়ী পাখিদের ভিড়

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Migratory birds in East Burdwan শীত পড়তেই পরিযায়ী পাখিদের আগমন। অতিথিদের আগমনে প্রকৃতির শোভা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সবুজ গাছের ডালে কিংবা জলাশয়ে রংবেরঙের নানান প্রজাতির পরিযায়ী পাখিদের কিচিরমিচির কোলাহল মুগ্ধ করে প্রকৃতিকে। রাজ্যে অনেকদিন আগে শীত শুরু হলেও দেরিতে আগমন ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিদের পূর্ব বর্ধমানের ভাতারে।

বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ভাতারের নর্জা কাগজ মিলের পাশে রয়েছে একটি বিশাল দিঘি। প্রতিবছরই শীতের মৌসুমে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিদের আগমন হয়। এ বছর অনেক দেরিতে এল অতিথিরা। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মনোরম জলবায়ুর টানে বালিহাঁস, ছোট শারালি, কালেম, ডাহুকের মতো পরিযায়ী অতিথিরা ভাতারের নর্জারের এই দিঘিতে জলকেলি করছে। অতিথিদের কিচির-মিচির ডাক শুনতে এবং প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে দূরদূরান্ত থেকে মানুষজন এই দিঘির পাড়ে আসছেন। তবে পরিযায়ী পাখিদের শিকারের অপেক্ষায় ওতপেতে থাকে একশ্রেণির মানুষজন। তবে ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী অতিথিদের সুরক্ষার বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

ভাতারের নর্জা কাগজ মিলের পাশের দিঘিতে পরিযায়ী পাখিদের ভিড় Migratory birds in East Burdwan

আরও পড়ুন : Parrots rescued at Burdwan station পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার ২২৭টি টিয়াপাখি, ধৃত ১

ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন, শীতের মৌসুমে নানান প্রজাতির পরিযায়ী অতিথিদের আগমনে প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে ভাতারের নর্জা এলাকায় এই দিঘিতে। অতিথিদের কিচিরমিচির ডাকের টানে তিনি কাজের ফাঁকে মাঝেমধ্যেই ওই স্থানে হাজির হন। একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য্যকে অনুভব করা যায়, অন্যদিকে পরিযায়ী পাখিদের সুরক্ষার নজরও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা শেখ ফিরোজ জানান, বহু বছর ধরে নর্জার এই দিঘিতে হাজার হাজার পরিযায়ী পাখিদের আগমন হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ প্রকৃতির এই দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে যান। দিঘি ও বাগান মালিক এই অতিথিদের খুব ভালোবাসেন। সর্বদাই অতিথি পাখিদের নজরের মধ্যে রাখেন।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular