ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, যার জেরে অফিস টাইমে বিঘ্নিত পরিষেবা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় বিপাকে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা ৪০ নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কবি সুভাষ থেকে দমদমগামী আপ লাইনে ঘটে এই দুর্ঘটনা।
প্রায় ঘণ্টাখানেক মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে ময়দান পর্যন্ত ট্রেন টলাচল বন্ধ থাকে। যার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এও জানা গিয়েছে যে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভবপর হয়। এরপর দুপুর ১২টা ৩৮ মিনিটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, কলকাতা মেট্রোতে এই আত্মহত্যার চেষ্টা নতুন নয়। এই চেষ্টা রুখতে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের একটি ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে।