Medical Students Protest
ইন্ডিয়া নিউজ বাংলা,
সুরজিৎ দাস, নদিয়া: নেই কোনো নিরাপত্তা,অবাধে চলে ভাঙচুর। সবসময় প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ সহ একাধিক দাবি নিয়ে কলেজের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নদিয়া কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ তাদের আন্দোলন চতুর্থ দিনে পড়ল। তাদের বিক্ষোভকে সমর্থন করে আজ জুনিয়র ডাক্তাররা আন্দোলনে শামিল হল।
নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের Medical Students Protest
কয়েক মাস ধরে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল চত্বরে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য নতুন করে যে অডিটোরিয়াম হচ্ছে সেই অডিটোরিয়ামের ভেতর একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে তারা। তাদের দাবি নিরাপত্তারক্ষী থাকলেও তারা ঠিকমতো ডিউটি করে না। সেই কারণেই এই ঘটনাগুলি ঘটে। এবার নিরাপত্তার দাবি তুলে এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবি তুলে অবস্থান-বিক্ষোভ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা। ছাত্র-ছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি যতদিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এবং রেজিস্টার পদত্যাগ না করছে ততদিন এই আন্দোলন চলবে। তবে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক আছে বলেই জানিয়েছেন তারা।
Published by Samyajit Ghosh